সোমবার, ১৭ নভেম্বর, ২০১৪

চোখে চোখে

তোমার দুই চোখের আইলাইনার যেন কখনো একই রকম না হয়।’ সাজতে যাঁরা পছন্দ করেন, তাঁরাই জানেন সাজের বেলায় এর চেয়ে বড় অভিশাপ আর হয় না। বাঁ চোখের লাইনার এক রকম তো ডান চোখের আরেক রকম। খুব সাবধানে লাইনার টেনেও যেন মেলানো যায় না। এখন যে আবার ফিরে এসেছে ক্যাট আই বা টানা লাইনার দেওয়া সাজের চল, তাতে কি বিপদেই পড়েছেন কেউ কেউ? জেনে নিন রূপবিশেষজ্ঞদের পরামর্শ।
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ক্যাট আইলাইনার করলে বা টেনে কাজল এবং আইলাইনার দিলে চোখটাকে বড় দেখায়। সাজগোজে চোখ যেহেতু বিশেষ প্রাধান্য পেয়ে থাকে এবং ডাগর চোখের আবেদন সব সময় বেশি, তাই ক্যাট আইলাইনারের মাধ্যমে খুব সহজেই চোখটাকে সুন্দর ও আকর্ষণীয় করে ফেলা যায়। তবে পোশাক ও পরিবেশের কথা মাথায় রেখেই তা করতে হবে।

আফরোজার মতে, ক্লাসে বা অফিসে গেলে চোখের কোনায় অল্প একটু টেনে লাইনার দিতে পারেন। আইলাইনারের রেখা খুব বেশি ওপরে না উঠিয়ে হালকা টেনে দিলেই এ সময় ভালো দেখাবে। তবে কোন দাওয়াতে লম্বা কামিজ অথবা শাড়ির সঙ্গে বেশ টেনে দিলেও খারাপ লাগবে না। তখন চোখের এক কোনায়; নাকের কাছে সামান্য নামিয়ে লাইনার দিয়ে অন্য প্রান্তে লাইনার উঠিয়েও দিতে পারেন। এভাবে চোখের পাতা ও নিচের অংশে লাইনারটা দুই কোনা থেকেই যুক্ত করে দিতে হবে। লাইনার মোটা রাখবেন না সরু, লাইনারের শেষ প্রান্ত কতটুকু লম্বা রাখবেন—এসব নির্ভর করবে চোখের আকৃতি ও মুখের গড়নের ওপর। ছোট চোখে মোটা করে লাইনার দিলে ভালো লাগে, নিচের অংশে তখন সাদা কাজলও ব্যবহার করা যেতে পারে। বড় চোখে বেশি মোটা করে দিতে গেলে হয়তো চোখ আরও বেশি বড় দেখাতে পারে। পশ্চিমা ধাঁচের পোশাকের সঙ্গে চোখের পাতায় কোনার অংশে ওপরে টেনে লাইনার দিন। এরপর নিচে পুরো চোখে কাজল না দিয়ে মাঝখান থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত কাজল পরলে মানাবে। চাইলে পোশাকের সঙ্গে মিলিয়ে সোনালি বা রুপালি রঙের আইশ্যাডো চোখের কোনায় লাগানো যেতে পারে, জানালেন আফরোজা। 
কথা হলো মেক–আপ শিল্পী জাহিদ খানের সঙ্গে। তাঁর মতে, ষাটের দশকে চোখের সাজের সঙ্গে এখনকার সাজের পার্থক্য হলো, আগে চোখের পাতায় কেবল কাজলের রেখা নানাভাবে টানা হতো। এখন এর সঙ্গে চোখের নিচেও নানাভাবে কাজল ও আইশ্যাডো ব্যবহার করে সাজে ভিন্নতা আনা হচ্ছে। তিনি বলেন, ‘ঘরোয়া পরিবেশ বা কর্মক্ষেত্রে খুব সাধারণ সাজই মানানসই। তাই এ সময় ডাবল লাইনিং অর্থাৎ চোখের ওপরে ও নিচের পাতায় লাইনার না টানাই ভালো। চোখের ওপরের পাতায় শুধু সামান্য টেনে কাজল বা আইলাইনার লাগাতে পারেন। এরপর চাইলে নু্যড, বাদামি এ ধরনের স্বাভাবিক রঙের আইশ্যাডো ব্যবহার করতে পারেন। ভারী মেক–আপ নিলে ডাবল লাইনিং করে চোখে গাঢ় রঙের আইশ্যাডোও ব্যবহার করতে পারেন। ভালো লাগবে স্মোকি আই মেকআপও। তবে তখন ঠোঁটে ব্যাবহার করতে হবে হালকা রঙের লিপস্টিক। বেশ সাজতে ভালোবাসেন যাঁরা তাঁরা বারবি পুতুল স্টাইলেও চোখের মেকআপ করতে পারেন। চোখের এই সাজে চোখের নিচে সাদা ও কালো কাজল লাগানো যেতে পারে। শুধু চোখের নিচের পাতার কোনায় মোটা করে লাইনার বা কাজল লাগালেও ভালো দেখাবে। পোশাকে পশ্চিমা ও দেশি দুইয়ের মিশেল থাকলে একটু বেশি টেনে চোখ আঁকলেও মন্দ লাগবে না, জানালেন জাহিদ খান।

কিছু পরামর্শ
 ক্যাট আইলাইনারের ক্ষেত্রে ম্যাট এবং ওয়াটার প্রুফ লাইনার ও কাজল ব্যবহার করতে হবে। তাতে ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।
 ভারী মেকআপ নিলে ফলস আই ল্যাশ পরলে চোখের সাজ আরও সুন্দর ফুটে উঠবে। অন্যান্য সময় ঘন করে মাশকারা লাগালেই চলবে।
 চাইলে ধূসর রঙের লেন্সও পরা যেতে পারে।


কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন